Home আন্তর্জাতিক বিষ মেশানো চিঠি হোয়াইট হাউসে

বিষ মেশানো চিঠি হোয়াইট হাউসে

প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার চিঠি এসে পৌঁছয় সেখানে। কিন্তু সেই চিঠিতে করেই যে কেউ মারণ বিষ পাঠাতে পারে সেটা হয়তো বোঝা যায়নি। সম্প্রতি তেমনটাই হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের নিবাস স্থল হোয়াইট হাউসে। মারণ বিষ মেশানো চিঠি পাঠানো হয়েছিল সেখানে। কিন্তু কোনও ক্ষতি হওয়ার আগেই তা বাজেয়াপ্ত করা হয়েছে।

শনিবার এই ঘটনা ঘটেছে হোয়াইট হাউসে। হোয়াইট হাউস সূত্রে খবর, কানাডা থেকে এসেছিল ওই চিঠি। হোয়াইট হাউসে ঢোকার আগেই নিরাপত্তারক্ষীদের হাতে তা বাজেয়াপ্ত হয় বলে খবর। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, ওয়াল স্ট্রিট জার্নাল এই রকমই খবর দিয়েছে।

এফবিআই সূত্রে খবর, তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মুহূর্তে কোনও রকমের নাশকতার খবর গোয়েন্দাদের কাছে নেই। তাহলে কী উদ্দেশ্যে এই বিষ মেশানো চিঠি পাঠানো হয়েছিল, সেটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। যদিও হোয়াইট হাউস ও ইউএস সিক্রেট সার্ভিসের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

জানা গিয়েছে, চিঠিতে যে বিষ ছিল তার নাম রাইসিন। এই রাইসিন সাধারণত ক্যাস্টর বিনে পাওয়া যায়। কিন্তু এর থেকে মারণ বিষ তৈরি করা যায় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সামান্য এক চিলতে বিষের সংস্পর্ষে কেউ এলে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। এতটাই মারণ ক্ষমতা এই রাইসিনের। এখনও পর্যন্ত এই বিষের কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এর আগেও অবশ্য আমেরিকার এই ধরনের হুমকির ঘটনা ঘটেছে। ২০১৮ সালে উটাহ প্রদেশ থেকে উইলিয়াম ক্লাইডে অ্যালেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রেয় ও আরও অনেক আধিকারিকের কাছে রাইসিন বিষ মেশানো চিঠি তিনি পাঠিয়েছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগে এখনও জেলেই রয়েছেন অ্যালেন।

এর আগে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকেও রাইসিন মেশানো চিঠি পাঠানোর জন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৪ সালের মে মাসে জেমস এভারেট নামের মিসিসিপির এক যুবক ওবামা, এক সেনেটর ও এক বিচারককে বিষ মেশানো চিঠি পাঠানোয় তার ২৫ বছরের জেলের সাজা হয়েছিল। ২০১৪ সসালের জুলাই মাসে ওবামা ও নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গকে বিষ মেশানো চিঠি পাঠানোয় টেক্সাসের এক অভিনেতার ১৮ বছরের জেল হয়েছিল। ফের একই ধরনের ঘটনা ঘটল আমেরিকায়।

বিজনেসটুডে২৪ ডেস্ক