Home চেম্বার বাংলাদেশ চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

বাংলাদেশ চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

প্রশাসক নিয়োগ পাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদা

১২০ দিনের মধ্যে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ঢাকা: বাংলাদেশের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (বিসিসিসিআই) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি দায়িত্ব নেন।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিসিসিসআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী নারগিস মুরশিদা আজ বাণিজ্য সংগঠনটির প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বিসিসিসিআইর কার্যনির্বাহী কমিটি সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে তাদের সার্বিক কার্যক্রম সম্পাদন করতে পারছে না। চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে কমিটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ কারণে কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা মোতাবেক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছ।

নিয়োগকৃত প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।