বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তানের মুলতান শহরে গ্যাস ট্যাঙ্কার বিস্ফারণে কমপক্ষে ৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনের অবস্থা সংকটাপন্ন।
বিস্ফোরণ এতটাই শক্তিশারী ছিল যে, ট্যাঙ্কারটি মুর্হূতেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রবল শক্তিশালী এই বিস্ফোরণে আশেপাশের ২০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। আরও ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে মারা গেছে গবাদি পশু। আশেপাশের বাড়িঘরে বহু লোক আটকে পড়ে। দমকল কর্মিরা শতাধিক মানুষকে উদ্ধার করেছে।
দুর্ঘটনার পরপরই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং বিদ্যূৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।