বিজনেসটুডে২৪ ডেস্ক: ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন নাইজেরিয়ায়। স্থানীয় সময় শনিবার ভোরে নাইজার রাজ্যের সুলেজা এলাকার কাছে একটি গ্যাসোলিন ট্যাংকারে বিস্ফোরণ হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যাংকার।
জানা যায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুদূর থেকে তার শব্দ শোনা গেছে। ট্যাংকার থেকে অন্য ট্রাকে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করেছিলেন কর্মীরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার তরফে হুসাইনি ইসাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, যাঁরা জ্বালানি স্থানান্তর করছিলেন এবং সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গে গত বছর সেপ্টেম্বরেও দেশটিতে ট্যাংকার বিস্ফোরণে হয়েছিল। সেদিন জ্বালানি ট্যাংকারের সঙ্গে গবাদিপশু বহনকারী ট্রাকের সংঘর্ষে কেঁপে উঠেছিল আশপাশের এলাকা। ওই ঘটনায় ৪৮ জন নিহত হন।