বিজনেসটুডে২৪ ডেস্ক: শুক্রবার সকালে ভারতের মহারাষ্ট্রে সমরাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের ছাদ উড়ে গেছে। এতে অন্ততঃ ৮ জনের মৃত্যু হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। ভিতরে আটকে আছে আরও বেশ কয়েকজন।
ভাণ্ডারা জেলার জওহরনগরের সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণটি ঘটে সকাল সাড়ে ১০ টার দিকে। বিস্ফোরণের পরেই দাউ দাউ করে আগুন ধরে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। শুধু তাই নয়, কয়েক মাইল দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ঘটনার পর পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। দমকল ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। দমকলকর্মীরা আটকে থাকা কর্মচারীদের বের করে আনার চেষ্টা করছেন। জেসিবি দিয়ে তা দ্রুত সরানোর কাজও শুরু হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মকর্তারা।
Many workers were feared dead after a massive blast was reported at an ordnance factory near #Maharashtra's #Nagpur on Friday morning.
The explosion at the factory in Maharashtra's #Bhandara was of such an intensity that it was heard from 5 km away.
Rescue and medical staff are… pic.twitter.com/K9cATQvY58
— Hate Detector 🔍 (@HateDetectors) January 24, 2025