বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের বিহারে ৪০ জন মহিলার একজন স্বামী! আদমশুমারির রিপোর্ট করতে গিয়ে হতবাক সরকারি কর্মকর্তারা।
সরকারি তথ্যের প্রতিবেদন জানাচ্ছে, বিহারের আরওয়াল জেলায় ৪০ মহিলার স্বামী একজনই। তার নাম রূপচাঁদ। কি কারণে ৪০ জন মহিলা একজন স্বামীর সঙ্গে বসবাস করে থাকেন, নেপথ্যের কারণ কি? তাহলে প্রশ্ন উঠছে একজন পুরুষের কতজন স্ত্রী থাকতে পারে? পাঁচ, দশ, পনেরো? বিহারে জাতিভিত্তিক আদমশুমারির সময় একজন পুরুষের ৪০ জন স্ত্রীয়ের তথ্য সামনে আসে।
প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, আদমশুমারির সময় সরকারি কর্মকর্তারা যখন একটি পতিতালয়ে যান, তখন সেখানকার প্রায় ৪০ জন গণিকা জানান, তাদের একজন স্বামী। তার নাম রূপচাঁদ। আদমশুমারির কর্মকর্তারা ওই মহিলাদের শিশুদের জিজ্ঞাসা করলে, তারাও তাদের পিতার নাম হিসাবে রূপচাঁদ নামটি লিখেছিল।
প্রতিবেদন অনুসারে, ৭ ওয়ার্ডের এই পতিতালয়টিতে যারা বসবাস করেন, তাদের কোনও নির্দিষ্ট ঠিকানা নেই। তবে ৪০ জন পতিতা তাদের স্বামীর নাম রেখেছেন রূপচাঁদ। যা গোটা এলাকায় আলোচ্যের বিষয়বস্তু হয়ে উঠেছে।
প্রসঙ্গত, নীতীশ কুমার সরকার গত ৭ জানুয়ারি বিহারে তার বহুল প্রচারিত জাতি ভিত্তিক আদমশুমারি শুরু করে। গণনা প্রকল্পে ৫০০ কোটি টাকা খরচ হবে। বিহার সরকার দুই ধাপে এই গণনা চালাচ্ছে। প্রথম পর্যায়ে, সমস্ত পরিবারের সংখ্যা গণনা করা হবে। দ্বিতীয় পর্যায়ে, সমস্ত জাতি, উপ-জাতি এবং ধর্মের লোকদের সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। গণনাকারিদের প্রশিক্ষণ ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, তারা সমস্ত লোকের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্যও রেকর্ড করবে।