বিজনেসটুডে২৪ ডেস্ক
বিয়ের সব প্রস্তুতি শেষ। বর ও বরপক্ষও এসে গেছে। ধুমধাম চলছে বাইরে। বিয়ের স্টেজ ঘিরে জটলা। গান চলছে, সানাইও বাজছে। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে নাকচ করে দিলেন কনে । সবার সামনে জানিয়ে দিলেন, এই বিয়েতে তাঁর সম্মতি নেই।
না এটা কোনও সিনেমার চিত্রনাট্য নয়। সিনেমাতে এমন দৃশ্য দেখা গেলেও এটা ঘটেছে বাস্তবে। যা সিনেমার থ্রিলারকে হার মানায়। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। কিন্তু কেন শেষ মুহূর্তে বিয়েতে অসম্মতি জানালেন পাত্রী?
কারণটাও বেশ অন্যরকম। মদ্যপ পাত্রের সঙ্গে ঘর বাঁধতে নারাজ পাত্রী। তাই এই বিয়ে করতে রাজি নন তিনি। মেয়ের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পরিবার। এমনকি কোনরকম আশান্তিকর পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেবার আশ্বাসও দিয়েছিল পুলিশ।
কিন্তু কী এমন ঘটল, যার জন্য এমন সিদ্ধান্ত? বিয়ে করতে এসে গলা অবধি মদে ডুবে গিয়েছিল পাত্র। অবস্থা এতটাই খারাপ যে সোজা হয়ে নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না সে। সমস্ত ঘটনা চোখের সামনে দেখেন মুশকান শেখ। আর তারপরেই বিয়ে থেকে সরে আসার কঠোর সিদ্ধান্ত নেন তিনি।
পরিবারকে জানান, যে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তিনি, কিন্তু এই ‘আওয়ারা’, ‘মদ্যপ’ ছেলেকে বিয়ে করবেন না। পরিবারও এগিয়ে আসেন মেয়ের পাশে। এই বিয়ে তখনই ভেস্তে যায়। বিয়ের আসর থেকে শূণ্য হাতেই বাড়ি ফেরেন বর ও বর যাত্রী।