Home Third Lead টিসিবির ট্রাকসেলে তেল, মসুরের দাম বাড়ছে

টিসিবির ট্রাকসেলে তেল, মসুরের দাম বাড়ছে

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি’র ট্রাক সেল শুরু হচ্ছে বুধবার থেকে সারাদেশে। তবে, বাড়ছে সয়াবিন তেল ও মসুরের দাম।

টিসিবি সূত্রে জানা যায়, সাড়ে চার শ’ ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি হবে। তবে, গত মাসের তুলনায় বাড়তি দামে বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। বাজার মূল্যের তুলনায় টিসিবির দামের পার্থক্য বেশি হলে অসাধুদের তৎপরতা বাড়ে। তাই ভোক্তাদের স্বার্থে দাম বাড়ানো হয়েছে।

আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে ট্রাকসেল। কার্যক্রম বন্ধ থাকবে প্রত্যেক শুক্রবারে।  এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধার্য করা হয়েছে ১১০ টাকা। গত মাসে যা ছিল ১০০ টাকা। বাড়ানো হয়েছে মসুর ডালের দামও। কেজিতে ৫ টাকা বাড়িয়ে এই নিত্যপণ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। তবে, চিনি ও পেঁয়াজ বিক্রি করা হবে আগের দামেই। অর্থাৎ প্রতি কেজি চিনি ৫৫ ও পেঁয়াজ বিক্রি হবে ৩০ টাকা কেজি দরে।