Home আইন-আদালত বুধবার থেকে হাইকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম

বুধবার থেকে হাইকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম

  • ৩৫ টি ভার্চুয়াল বেঞ্চেও বিচারকাজ চলবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।বুধবার থেকে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার এ লক্ষ্যে  ১৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

নিয়মিত আদালতের পাশাপাশি হাইকোর্টে ৩৫ টি ভার্চুয়াল বেঞ্চে তথ্য-প্রযুক্তির মাধ্যমেও বিচারকাজ পরিচালিত হবে।

প্রধান বিচারপতির সিদ্ধান্ত অনুযায়ী যে ১৮ টি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ হবে সেগুলো হলো:  বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মো. আতাউর রহমান খান (একক বেঞ্চ), বিচারপতি শেখ আবদুল আউয়াল (একক বেঞ্চ), বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি মো. খুরশীদ আলম সরকার (একক বেঞ্চ), বিচারপতি জাফর আহমেদ (একক বেঞ্চ) ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ)।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে গত মার্চের শেষ থেকে সরকারি ছুটি ঘোষণার পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো উচ্চ ও অধস্তন আদালতের বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।