Home First Lead সিডিএ ও বন্দরের সমন্বয়ে জলাবদ্ধতা দূরীকরণের সুপারিশ

সিডিএ ও বন্দরের সমন্বয়ে জলাবদ্ধতা দূরীকরণের সুপারিশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: গ্র্যাব ড্রেজার সংগ্রহ করে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা ও পলিথিন অপসারণ করার কাজ শুরু করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহষ্পতিবার (১৪ জানুয়ারি) কমিটির ২৭তম বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এসএম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা বেষ্টিত নদীগুলো নানাভাবে বেদখল হয়ে যাচ্ছে। সেগুলো দখলমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। এসব নদী ময়লা আবর্জনা ও পলিথিনে এমনভাবে ছেয়ে গেছে যে এ নদী দুটির পানি একেবারে কালো ও দুর্গন্ধযুক্ত। ফলে নদীগুলো নাব্যতা হারাচ্ছে। সে কারণে এ দুটি নদীর নাব্যতা বাড়াতে ও দুষণমুক্ত করতে নদী দুটির ময়লা আবর্জনা ও পলিথিন সরাতে অত্যাধুনিক গ্র্যাব ড্রেজার সংগ্রহ করার উপর জোর দিয়েছে কমিটি।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম এবং অডিট আপত্তি ও জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অডিট আপত্তির বিস্তারিত বিবরণ আগামী সভায় উপস্থাপন এবং শূন্যপদে জনবল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।