Home চট্টগ্রাম বৃষ্টির আভাস, ডিসেম্বরের শুরুতে শীত

বৃষ্টির আভাস, ডিসেম্বরের শুরুতে শীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময়ের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় উত্তর-পশ্চিম বা উত্তরদিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ ড. শহীদুল ইসলাম বিজনেসটুডে২৪ কে জানান, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমে আগামী মাসের প্রথম থেকে চট্টগ্রামে শীত পড়বে। দেশের বিভিন্ন অঞ্চলে এখন  শীত পড়ছে।

নৌযান চলাচলে আপাতত কোনো সতর্ক সংকেত নেই।