বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: অবিলম্বে বৃহত্তর চট্টগ্রামকে ‘রেড জোন’ এর আওতায় এনে এক মাসের কারফিউ জারির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় এই ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
রবিবার নাসিমন ভবনে মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে বলেন,
চট্টগ্রামে দিন দিন করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাইরাসে আক্রান্তের ক্ষেত্রে বর্তমানে রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে চার হাজারের কাছাকাছি। ঢাকা ও নারায়ণগঞ্জের পর চট্টগ্রাম এখন হট স্পটে পরিণত হয়েছে। চট্টগ্রাম যদি মৃত্যুপুরীতে পরিণত হয় তাহলে দেশের অর্থনীতি বিকল হয়ে যাবে। তাই এই মুহূর্তে চট্টগ্রামে স্বাস্থ্য খাতে আপৎকালীন ব্যবহারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা জরুরি। তাছাড়া করোনার সংক্রমণ রোধ করতে আঞ্চলিকভাবে ‘চট্টগ্রাম টাস্ক ফোর্স’ গঠন করে রাজনীতির ঊর্ধ্বে ওঠে দলমত নির্বিশেষে সমস্ত রাজনীতিবিদ, পেশাজীবী, সেবা প্রদানকারী সংস্থার প্রধান ও বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে সমন্বয় করার দাবি জানান তিনি।
তিনি বলেন, চিকিৎসার জন্য মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছে। কিন্তু চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। একটি অতি মুনাফালোভী সিন্ডিকেট চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থাকে জিম্মি করে রেখে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
সংবাদ সম্মেলনে করোনায় পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১২ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট কভিড হাসপাতালে উন্নীত করে মেডিকেলের মাঠে একটি আধুনিক ফিল্ড হাসপাতাল তৈরি করা, চট্টগ্রামের ৬ টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে দ্রুত কভিড হাসপাতাল হিসাবে ঘোষণা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাসহ সরকারি-বেসরকারি চিকিৎসক ও মেডিকেল স্টাফদের সম্মানী ও ভাতা নিয়ে যে বৈষম্যের সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসন করা। বাজেটে স্বাস্থ্য খাতে টোটাল জিডিপির ৩.৫% থেকে ৪% বরাদ্দ দিয়ে টোটাল বাজেটের ১৩% থেকে ১৫% বরাদ্দ ঘোষণা করা, নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে পিসিআর টেস্টের পাশাপাশি র্যাপিড অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে সর্বাধিক জনসাধারণকে করোনা পরীক্ষার আওতায় আনা এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করার দাবি জানায় বিএনপি।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা জাহিদুল করিম কচি, সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম. সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।