Home Second Lead বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন

বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল ) ব্যাংক লেনদেন চালু থাকবে। আর ব্যাংকের সাথে সঙ্গতি রেখে শেয়ারবাজারেও লেনদেন চলবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে দেয়া পত্রের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখার নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যাংক খোলা থাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেছেন,  আমরা আগে থেকেই বলে আসছি, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে। সরকারি ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরই আলোকে আমরাও পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই পুঁজিবাজারের কার্যক্রম শুরু হবে। অর্থাৎ আগামী সপ্তাহে ব্যাংক লেনদেন যেমন হবে, শেয়ারবাজারও চালু থাকবে।


আজ বুধবার ১লা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ ।