Home চট্টগ্রাম বেকার সমস্যা দূরীকরণের প্রতিশ্রুতি শৈবালের

বেকার সমস্যা দূরীকরণের প্রতিশ্রুতি শৈবালের

শৈবাল দাশ সুমন

নাজমুল হোসেন

চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচনে জামালখান ২১নং ওয়ার্ডে ঠেলাগাড়ি মার্কায় নির্বাচন করছেন সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন। বিগত বছরগুলোতে সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতায় আলোচনায় আসেন তিনি এবং তাঁর ওয়ার্ড। তাঁর কাজের মূল্যায়নের ভিত্তিতে এবারও দলের পক্ষ্ থেকে মনোনয়ন পান। জামালখানবাসির দ্বারে দ্বারে গিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানান দিচ্ছেন।

 পুনঃরায় নির্বাচিত হলে জামালখানবাসির সমস্যার কথা জানতে অলিগলিতে কমপ্লেইন বক্স দেওয়া হবে বলে ঘোষণা দেন। জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি বেকার সমস্যা সমাধান, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য উদ্বুদ্ধ করা এবং  স্বল্প আয়ের মানুষদের ফ্রি চিকিৎসার জন্য হেলথ কার্ডের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বরাবরের মতো সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতা অব্যাহত রেখে যানজট নিরসনের জন্য প্রশাসন ও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে জামালখানকে যানযট মুক্ত করার কথা বলেন। প্রতিটি অলিগলিতে এলইডি লাইটের মাধ্যমে আলোকায়ন করাসহ পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করতে ফুটপাতকে হকার মুক্ত করা হবে। জলাবদ্ধতা নিরসনে সিডি-এর সাথে সমন্বয় করা হবে। পাশাপশি জনবহুল সমাগম স্থানে সুপেয় পানির বুথের ব্যবস্থা করা হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছেন সুমন। 

এছাড়া প্রশাসনের সহায়তায় জামালখানকে হর্ণমুক্ত, মাইকিং, ব্যানার ও পোস্টারমুক্ত এবং নতুন প্রজন্মকে পাখির সাথে পরিচয় রাখতে “বার্ড জোন” স্থাপন করার পরিকল্পনার কথা বলা হয়। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য বীর মুক্তিযোদ্ধার ছবি সংবলিত মুক্তিযোদ্ধা কর্ণার ও উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হবে। প্রতিটি স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক ম্যুরাল নির্মাণ করা হবে। এছাড়া একটি মুক্তিযুদ্ধ বিষয়ক লাইব্রেরি নির্মাণ করারও প্রতিশ্রুতি রয়েছে তাঁর।

এই ওয়ার্ডটিতে ভোটার সংখ্যা ২৮ হাজার ২ শ ৭৪ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৩ শ ৬৪ জন ও মহিলা ১৩ হাজার ৯ শ ১০ জন। শৈবাল দাস সুমন ছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ মহসীন চৌধুরী মিষ্টি কুমড়া মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করবেন।