Home আন্তর্জাতিক ভারী বৃষ্টিপাতে বেঙ্গালোরের অর্ধেক পানির নিচে

ভারী বৃষ্টিপাতে বেঙ্গালোরের অর্ধেক পানির নিচে

বন্যাপ্লাবিত বেঙ্গালোর

বিজনেসটুডে২৪ ডেস্ক

বেঙ্গালুরুতে  গত দু’দিন রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল ব্যবস্থা। শহরের অর্ধেক এলাকা জলের তলায়। জলমগ্ন শহরে মানুষের ক্ষোভ চরমে উঠেছে নিকাশি ব্যবস্থার বেহাল দশা ঘিরে।

শহরের বেশ কয়েকটি পুকুর ও ড্রেনের জল উপচে গিয়েছে। ড্রেনের জলের কারণে এলাকার জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বিমানবন্দরও জলের তলায়। ট্রেন, বিমান, সাধারণ যানবাহন পরিষেবা অনেকটাই স্তব্ধ হয়ে আছে। শহরের  নিচু এলাকার মানুষকে অন্যত্র সরাতে হয়েছে।

Videos: Bengaluru lakes overflow again after heavy rains, streets flooded |  The News Minute

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে মানুষ। বিমানবন্দরেও জল ডিঙিয়ে যেতে হচ্ছে, এমন ছবি, ভিডিও-তে ভরে গিয়েছে টুইটার। প্রখ্যাত তথ্য প্রযুক্তি উদ্যোক্তা মোহন দাস পাই টুইটারে একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, “দয়া করে বেঙ্গালুরুকে দেখুন।” একজন লিখেছেন, তিনি পাঁচ ঘণ্টা ধরে আউটার রিং রোডে আটকে আছেন। এক ব্যক্তি টুইট করেছেন, “আইটি সংস্থাগুলি তুলে না দেওয়া পর্যন্ত সরকার কিছুই করবে না।” আউটার রিং রোডে যেখানে বেশিরভাগ আইটি কোম্পানি অবস্থিত, নৌকা ও স্পিড বোট নামাতে হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে অনেক আইটি কোম্পানির কাজ বন্ধ রাখা হয়েছে।

Bengaluru Floods LIVE News Updates: Karnataka government releases Rs 300  crore to manage flood situation - The Economic Times

রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে বলেন, সরকার বেঙ্গালুরুর নিকাশি ব্যবস্থা অবিলম্বে ঢেলে সাজতে তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকায় বৈদ্যুতিক খুঁটিগুলির পুর্নস্থাপন, ভাঙা রাস্তার মেরামতও করা হবে। এছাড়া রাজ্যের অন্যত্র বন্যা পরিস্থিতির আশু মোকাবিলায় বরাদ্দ হয়েছে ছ’শো কোটি টাকা। সাধারণ মানুষের প্রশ্ন, জল কবে নামবে।

Bengaluru rains live | Flooded roads and homes leave citizens adrift,  techies on ORR asked to work from home - The Hindu

মুখ্যমন্ত্রী বলেন, ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে শহরের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দেড়শো শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও তা ৩০৭ শতাংশ বেশি হয়েছে। গত ৩২ বছরে শহরে এমন বৃষ্টিপাতের নজির নেই। শহরের ১৬৪টি জলাশয়ের জল উপচে পড়েছে লাগাতার প্রবল বৃষ্টির কারণে।