Home আন্তর্জাতিক ১৪০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি বেজিংয়ে

১৪০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি বেজিংয়ে

বিজনেসটুডে২৪ ডেস্ক

লাগাতার ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত চিন। রাজধানী বেজিং ও সংলগ্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ২৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিনা প্রশাসনের তরফে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

টানা ভারী বৃষ্টির জেরে সবচেয়ে খারাপ অবস্থা বেজিংয়ের। বন্যা পরিস্থিতির জন্য রাজধানীর একাধিক রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। জলের তলায় গাড়ি-বাড়ি। রাস্তার উপড়ে পড়েছে গাছ। যার ফলে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগও। বেজিং এবং তার নিকটবর্তী শহর তিয়ানজিন ও ঝুওঝুতে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক অঞ্চল। বেজিংয়ের পূর্বে অবস্থিত বন্দর শহর তিয়ানজিনে ভারী বৃষ্টির জেরে ইয়ংডিং নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে নদী সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। আগাম সতর্কতা হিসেবে প্রায় ৩৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বেজিংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৪০ বছর আগের রেকর্ড ভাঙার পর চিনের রাজধানীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই ঝড়ের সময় রেকর্ড সর্বোচ্চ ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে ১৮৯১ সালে রেকর্ড বৃষ্টিপাত ছিল ৬০৯ মিলিমিটার।