Home Second Lead ফ্রান্সের হয়ে আর খেলতে দেখা যাবে না বেঞ্জেমাকে

ফ্রান্সের হয়ে আর খেলতে দেখা যাবে না বেঞ্জেমাকে

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্বকাপের দেশ কাতারে গিয়েও ফিরে যেতে হয়েছিল ইউরোপ। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা । বিশ্বকাপ শেষ হতেই বেঞ্জেমা আন্তর্জাতিক ফুটবলে তাঁর অবসর ঘোষণা করে দিলেন। ফলে ফ্রান্সের হয়ে আর খেলতে দেখা যাবে না ডি বক্সে ভয়ঙ্কর এই স্ট্রাইকারকে। ফ্রান্সের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৭টি গোল রয়েছে তাঁর।

তবে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন বেঞ্জেমা। আপাতত তাঁর ঠিকানা রিয়াল মাদ্রিদ। বেঞ্জেমা তাঁর অবসর ঘোষণার টুইটে লিখেছেন, ‘আমি আমার খেলায় যা ঠিক বা ভুল করেছি, তার সবকিছুর জন্যই আমি গর্বিত। আমি আমার গল্প লেখার একটা অধ্যায় শেষ করলাম।’

বিশ্বকাপের মধ্যেই গুঞ্জন শোনা গিয়েছিল, বেঞ্জেমা চোট সারিয়ে উঠেছেন। ফ্রান্স তাঁকে স্কোয়াডে ফেরাতে পারে। সেমিফাইনালে মরক্কোকে হারানোর পরে ফ্রান্সের কোচও জল্পনা জিইয়ে রেখেছিলেন। তবে শেষপর্যন্ত স্কোয়াডে ফেরানো হয়নি বেঞ্জেমাকে।

ফাইনালের আগে এও শোনা যায়, বেঞ্জেমার সঙ্গে সংঘাত তৈরি হয়েছে কোচের। বিশ্বকাপে রানার্স হয়ে প্যারিস ফিরতে হচ্ছে গতবারের চ্যাম্পিয়নদের। এমবাপে, গ্রিজম্যানরা আইফেল টাওয়ারের শহরে পৌঁছনোর আগেই বেঞ্জেমা জানিয়ে দিলেন, মোরগের জার্সি গায়ে আর তিনি খেলবেন না।

বিশ্বকাপের আগে স্বপ্নের ফর্মে ছিলেন বেঞ্জেমা। গত অক্টোবরে ব্যালন ডি’ওর পেয়েছিলেন তিনি। সেই তারকাই ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে। আর বিশ্বকাপ শেষ হতেই ফরাসি জার্সি লকারে তুলে রাখার ঘোষণা করলেন তিনি। তবে বার্নাব্যুতে খেলা চালিয়ে যাবেন বেঞ্জেমা।