বিজনেসটুডে২৪ ডেস্ক:
বেনাপোল সীমান্ত এলাকায় অবৈধভাবে আনা ৫৬ লাখ ৬০ হাজার টাকার মূল্যে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়।
ওইসব উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার শাড়ি ৩৫৮ পিস, বিভিন্ন প্রকার থ্রি-পিস ২১৮, ওয়ান পিস ২ টা, কিটকাট চকলেট ২৫৭ কেজি, ভারতীয় কাভেরি মেহেদী ৪৩০০ পিস, ভারতীয় কসমেট্রিক ক্রিম ৬ হাজার ৯০৬ পিস, ইনসুলিন সিরিঞ্জ ২০ হাজার পিসসহ বিভিন্ন প্রকারের আমদানি নিষিদ্ধ মেডিসিন।
বিজিবির বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে পাচারকারীরা বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি থ্রি-পিসসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় পাচারকারীরা পালিয়ে যায়। এবং উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।