বিজনেসটুডে ২৪ ডেস্ক
বেনাপোল ও আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
করোনা ভাইরাসের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ফের পুরোদমে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।
শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের তিনটি প্রবেশ দ্বার খুলে দেয়া হয়েছে। ভারতীয় ট্রাক থেকে বেনাপোল নোম্যান্সল্যান্ডে পণ্য লোড আনলোড শুরু হয়।
করোনাভাইরাসের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে নিষেধাজ্ঞা থাকায় উভয় দেশের ট্রাক থেকে নোম্যান্সল্যান্ডে পণ্য ওঠা-নামা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমিত আকারে সব ধরনের পণ্য রপ্তানি শুরু হয়েছে। বন্দর দিয়ে কয়লা, শুঁটকি, সিমেন্টসহ কয়েকটি পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম জানান, করোনায় আটকে পড়া মালামালসহ ফুড আইটেম তারা আমদানি শুরু করেছে।