Home Second Lead বেনাপোল কাস্টমসে ৯৯৯ কোটি টাকা রাজস্ব ঘাটতি

বেনাপোল কাস্টমসে ৯৯৯ কোটি টাকা রাজস্ব ঘাটতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বেনাপোল: বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২০-২১ অর্থ বছরের প্রথম ৫ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫০৮ কোটি ৮৮ লাখ টাকা। এরর বিপরীতে আদায় হয়েছে মাত্র ১ হাজার ৫০৯ কোটি ৭৯ লাখ টাকা। ঘাটতি ৯৯৯ কোটি ৯ লাখ টাকা।

এর আগে ২০১৯-২০ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্বের লক্ষ্যমাত্রা  ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা দিদারুল ইসলাম রাজস্ব আদায়ের তথ্য গণমাধ্যমকে জানান।

দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে চলমান ১২টির মধ্যে অন্যতম বেনাপোল স্থলবন্দর। ৯০ একর জমির ওপর এই স্থলবন্দর। ৫৯ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন এ বন্দরে বর্তমানে প্রায় ১ থেকে দেড় লাখ টন পণ্য ওঠানামা করে। প্রতিবেশী দেশ ভারত থেকে পণ্য আমদানির জন্য দেশে যত বন্দর রয়েছে তার মধ্যে দ্রুত পণ্য আমদানি হয়ে থাকে বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা দেশের অন্য যে কোনো বন্দরের তুলনায় উন্নত। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। সে কারণে এ বন্দর দিয়ে দেশের প্রায় ৮০ শতাংশ পণ্য আমদানি হয় ।