Home বিনোদন বেয়াদব নোবেল ‘অমানুষ’ সিনেমার টাইটেল সং থেকে বাদ

বেয়াদব নোবেল ‘অমানুষ’ সিনেমার টাইটেল সং থেকে বাদ

বিজনেসটুডে২৪ ডেস্ক

সাংবাদিককে হুমকি দেয়ার জেরে এরইমধ্যে বিতর্কিত গায়ক নোবেলের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। সেইসাথে তাকে বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কিত কথাবার্তার মাধ্যমে নিজের ইমেজকে প্রশ্নের মুখে ফেলেছেন নোবেল।

ইতমধ্যে তার সঙ্গে করা বছরে ১২টি গান প্রকাশের চুক্তিও বাতিল করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

এবার সিনেমার গান থেকেও বাদ পড়লেন তিনি। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার টাইটেল গান গাওয়ার কথা ছিলো তার। কিন্তু পরিচালক তাকে বেয়াদব আখ্যায়িত করে সিনেমা থেকে বাদ দিলেন।

নির্মাতা অনন্য মামুন বলেন, বেয়াদবকে দিয়ে আমার অমানুষ সিনেমার টাইটেল সং করার কথা ছিল, কিন্তু আর করাবো না। এটাই আমার প্রতিবাদের ভাষা।

ভারতের টিভি চ্যানেল জি-বাংলার রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে হুট করে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এরপর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে হন সমালোচিত।