বিজনেসটুডে২৪ডেস্ক
পবিত্র মাহে রমজান ও ইস্টার সানডে উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে বেলজিয়াম। আন্ত্রেপ শহরের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দু’পাশে আয়োজন করা হয় ‘সম্প্রীতির ইফতার’।
‘এক টেবিলে সবাই’ নামের আয়োজনটি করে তাক লাগিয়ে দিয়েছেন শহরের বাসিন্দারা। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ এই ইফতারে শামিল হন।
আন্ত্রেপ শহরের রাস্তার দুই পাশে বসানো হয় টেবিল। এতে ইফতার ও ইস্টারের পরিচিত সব খাবার পরিবেশন করা হয়। মুসলমান ও খ্রিস্টানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এতে অংশ নিয়েছেন। প্রায় ৭ হাজারেরও অধিক মানুষ এদিনের অনুষ্ঠানে শামিল হন।
ইফতার-ইস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী পেট্রা ডি সাটার (গ্রোয়েন), বোরগারহাউটেরমেয়র মারিয়ান এল ওসরিসহ (গ্রোয়েন) আরও অনেক রাজনীতিবিদ এবং সমাজকর্মী।
এদিনের ঘটনার প্রেক্ষিতে আয়োজকদের একজন জানান , সব ধর্মের প্রতি শ্রদ্ধা আর পরস্পরিক ভালোবাসা থেকেই তাদের এ উদ্যোগ। আমরা সবাই এক হওয়ার চেষ্টা করেছি মাত্র। এটাই রমযানের শিক্ষা। এমন কিছু করার চেষ্টা করেছি, যা ধর্মীয় এবং সংস্কৃতির দিক থেকে ভিন্ন কোনো বৈচিত্র আনতে পারে।
আরেকজন বলেন, যুদ্ধ সংঘাতে পুরো বিশ্ব জর্জরিত। সেই আমরা ভিন্ন কিছু করে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারলাম।
ইফতারে অংশগ্রহণকারী একজন বলেন, বিভিন্ন কালচারের অনেক মানুষ একত্রিত হয়েছি আমরা। একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করছি।
উল্লেখ্য, চলছে রমজান মাস। রমযানে রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বর্ষিত হয়। রমযাজানের অতিগুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো ইফতার। ইফতার অর্থ উপবাস ভাঙা। ভোর থেকে সারা দিন ‘সিয়াম’ পালন শেষে রোজাদার সূর্যাস্তের পর প্রথম যে পানাহারের মাধ্যমে উপবাস ভঙ্গন করেন, তাকে ‘ইফতার’ বলা হয়। যে খাদ্য বা পানীয় দিয়ে ইফতার করা হয়, তাকে ‘ইফতারি’ বলা হয়।