Home Second Lead বেসরকারি হাসপাতালের অস্বাভাবিক বিল পরিশোধ না করার আহ্বান সুজনের

বেসরকারি হাসপাতালের অস্বাভাবিক বিল পরিশোধ না করার আহ্বান সুজনের

খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম: জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন শনিবার এক বিবৃতিতে বেসরকারি হাসপাতালের অযৌক্তিক বিল পরিশোধ না করার আহ্বান জানিয়েছেন।    বিবৃতিতে বলা হয়, আমরা অনেক ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না। যদি তা না হয় তাহলে ‘নাগরিক উদ্যোগ’ জনগণকে সঙ্গে নিয়ে অভিযুক্ত হাসপাতালের সামনে কঠোর অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবে।

রোগীর স্বজনদের উদ্দেশে বলা হয়, যদি কেউ মনে করে কোন হাসপাতাল অস্বাভাবিক বিল প্রদান করেছে সে ক্ষেত্রে ঐ হাসপাতালের বিল যেন পরিশোধ করা না হয়। অযৌক্তিক বিল পরিশোধ করতে গিয়ে কারো ভিটে -বাড়ি বিক্রি কিংবা বন্ধক রাখতে হচ্ছে, এটা অমানবিক। আমরা আবারো বলতে চাই নাগরিক উদ্যোগ জনগণের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে কাউকে আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না ।

বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণের পর থেকেই বেসরকারি হাসপাতাল মালিকরা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। তাদের অপেশাদারসুলভ মনোভাবের কারণে অনেক রোগী অকালে মারা গিয়েছে। হাইকোর্ট এবং নাগরিক সমাজের চাপে পড়ে রোগী ভর্তি করালেও নূন্যতম চিকিৎসাসেবা না দিয়ে রোগীর আত্মীয়-স্বজনদের ঘাড়ে বিশাল অংকের বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে। শুধু স্যালাইন দিয়েই রোগীর স্বজনদের কাছ থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত বিল আদায় করছে।