বিজনেসটুডে২৪ ডেস্ক
প্রাক্তন ভারত অধিনায়ক, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নীল চেক শার্ট ও নীল ফেদার জ্যাকেট পরে হাসপাতাল থেকে ফিরে গেছেন বেহালার বাড়িতে।
করোনায় আক্রান্ত হয়ে তিনি গত সোমবার থেকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা বলেছেন, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভাল। শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে নিভৃতবাসে থাকাই সুবিধাজনক।
আজ হাসপাতাল ছাড়ার সম্ভাবনায় দুপুর থেকে তার লালগাড়িটি অপেক্ষায় ছিল সেখানে। পিপিই কিট পরে তৈরি ছিলেন গাড়ির চালক। বেলা ২টায় তিনি হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বাসায় ফেরেন।
বছরের শুরুতে হৃদযন্ত্রের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। হার্টে জোড়া স্ট্রেন বসেছে তাঁর। তারপর থেকে কিছুটা বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।