Home First Lead আন্দোলনের সময় নিহত বেওয়ারিশ ৬ লাশের সন্ধান

আন্দোলনের সময় নিহত বেওয়ারিশ ৬ লাশের সন্ধান

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের সন্ধান মিলেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একদল সদস্য লাশগুলোর সন্ধান পান।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, মর্গে যে লাশগুলো আছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের লাশ। তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি, মিডিয়াকেও জানাচ্ছি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মর্গে পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে যে ছয়টি লাশের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও অজ্ঞাতনামা নারী (৩২) রয়েছেন। এ ছাড়া এনামুল (২৫) নামের এক যুবক রয়েছেন।

শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, লাশগুলোর ডিএনএ সংগ্রহ করে তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। সবগুলো লাশ ঢামেকের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।