Home Third Lead বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো

লিটার ১৬৮ টাকা , ৫ লিটার ৭৯৫ টাকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন এক লিটারের দাম হবে ১৬৮ টাকা, ৫ লিটার ৭৯৫ টাকা।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। এসোসিযেশন লিটারপ্রতি ৮ টাকা পর্যন্ত বৃদ্ধির আবেদন জানিয়েছিল, সেটা প্রায় এক মাস আগে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে এসোসিয়েশন এই আহ্বান জানায়। অবশ্য, বাণিজ্য মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করতে প্রায় এক মাস সময় নিলেও তার আগেই রিফাইনারিগুলো দাম বৃদ্ধি করেছে।

রবিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে এই দাম কার্যকর হবে।