সংবাদদাতা, বোয়ালমারী ( ফরিদপুর ) থেকে: বোয়ালমারী পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাঁথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভা কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সেলিম রেজা লিপন সভাপতিত্ব করেন। উপজেলা যুবলীগের যগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকির সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন: বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা কৃষকলীগের আহ্বায় আকরামুজ্জামান মৃধা রুকু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার (সাংগঠনিক) কে এম জুহুরুল হক, সাবেক ছাত্রনেতা রাহাতুল আকতার তপন প্রমূখ।
আলোচনা শেষে আমীর চারু বাবলু ও খান মোস্তাফিজুর রহমান সুমনের নির্দেশনায় বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্যমঞ্চের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী রাজীব আহমেদ, বাবুল আক্তার, ক্ষমা ভৌমিক, চুমকি, ছোঁয়া বণিক, সিঁথি দাস ও বৈশাখী বালা। নৃত্য প্রশিক্ষক রতন বিশ্বাসের কোরিওগ্রাফিতে উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে নৃত্য শিল্পীরা মুক্তিযোদ্ধের চেতনায় দু’টি দলীয় নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম।
এছাড়াও ১মার্চ একই বিষয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক ৯টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর মেয়র সেলিম রেজা লিপন।
পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মমিন খান এর সভাপতিত্বে বোয়ালমারী রেলস্টেশন চত্বরে, ১ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব আহমেদের সভাপতিত্বে গুনবহা তালতলা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ খানের সভাপতিত্বে আঁধারকোঠা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সভাপতিত্বে শিবপুর রেলগেটে, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যার সভাপতিত্বে কুশাডাঙ্গা মোড় ছাড়াও বোয়ালমারী চাটাই পট্টি, সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা ১৯৭১ এর মার্চ মাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বক্তব্য রাখেন।