বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় ঘোষিত লকডাউন চলাকালীন ব্যাংক লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে ব্যাংকে আড়াই ঘণ্টা লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে।
রবিবার (৪ এপ্রিল) লকডাউনের জন্য ব্যাংকিংয়ের নতুন সময়সূচি নির্ধারণ করে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এই সার্কুলার ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।