সোমা লাহিড়ী
শুধু শাড়ি পোশাক নয়, পারফেক্ট গেট আপের জন্য অ্যাক্সেসরির দিকে নজর দিতেই হবে। বিশেষ করে ব্যাগ ও জুতো সিলেক্ট করতে হবে বুঝেশুনে। কোন পোশাকের সঙ্গে কী ব্যাগ মানায়, সেমি ফর্মাল ব্যাগ নিয়ে কি পার্টিতে যাওয়া যায়, পিওর লেদারের ব্যাগ কি মেন্টেন করা কঠিন-এমন নানা প্রশ্ন আমাদের মনে ঘোরফেরা করে।
• ফর্মাল নাকি ক্যাজুয়াল?
বাড়ি থেকে বেরনো মানেই সঙ্গে একটা ব্যাগ চাই। কাছাকাছি টুকটাক বেরনোর জন্য ক্যাজুয়াল লেদারলুক ব্যাগ হলেই চলে যায়। কিন্তু আপনি যদি ওয়ার্কিং লেডি হন তাহলে ওয়ার্ক প্লেসে যেতে একটা স্টাইলিশ লেদার ব্যাগ চাইই। কিন্তু অফিস ব্যাগ কি সবসময় ফর্মাল হতেই হবে? লেদার ওয়ার্ল্ডের কর্ণধার আন্দালিব হাসমি বললেন, ‘এখন মেয়েরা সেমি ফর্মাল ব্যাগ বেশি পছন্দ করছেন। কারণ অফিসের পর পার্টি থাকলে বা ক্যাজুয়ালি কোথাও যেতে হলে ফর্মাল অফিস ব্যাগ নিয়ে যাওয়া মুশকিল। সেমি ফর্মাল ব্যাগ নিয়ে যেখানে খুশি যাওয়া যায়।’
• এখন ট্রেন্ডে কী লেদার, কেমন রঙ?
পিওর লেদারের একটা নিজস্ব টেক্সচার থাকে। এটাই তার সৌন্দর্য। যাঁরা একটু ট্র্যাডিশনাল অ্যাক্সেসরি পছন্দ করেন তাঁরা পিওর লেদারের ব্রাউন বা ব্ল্যাক ব্যাগে হাত বাড়ান।
• লেদার ব্যাগ কী মেন্টেন করা কঠিন?
লেদার মানেই মেন্টেন করা কঠিন এমন একটা ধারণা আমাদের আছে। কিন্তু এই ধারণা ঠিক নয়। লেদার ব্যাগের মেটিরিয়াল উচ্চমানের। স্ক্র্যাচ পড়ে না, ফেটে যায় না। কয়েক মাস অন্তর একটা নরম কাপড়ে ভেসলিন নিয়ে ব্যাগটা মুছ্লেই নতুনের মতো ঝকঝক করবে।