ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবারই প্রকাশ্যে এল সেই খবর। ব্রিটেনে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। চলছে লকডাউন। এর মধ্যেই শীর্ষনেতাদের আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও ভিডিও-তে জানিয়েছেন নিজের সংক্রমণের কথা। এরপরই আশঙ্কা তৈরি হয়েছে যে সরকারে থাকা অনেক নেতা-মন্ত্রীই আক্রান্ত হয়ে থাকতে পারেন, যাঁদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর ওঠাবসা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী সংক্রমণের কথা জানানোর কয়েক ঘণ্টা পরই হ্যানকক আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি জানিয়েছেন তাঁর উপসর্গ খুবই সামান্য, তিনিও আপাতত বাড়ি থেকেই কাজ করছেন।
এদিকে বরিস জনসনের সঙ্গীনী গর্ভবতী। তিনিও আইসোলেশনে আছেন বলেই মনে করা হচ্ছে।
এর আগে একাধিক হলিউড তারকা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এবং ব্রিটেনের যুবরাজ চার্লস পর্যন্ত করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন।
বিজনেসটুডে২৪ ডেস্ক