Home অন্যান্য ব্রিসবেন শহরে স্থায়ী শহীদ মিনার হচ্ছে

ব্রিসবেন শহরে স্থায়ী শহীদ মিনার হচ্ছে

ব্রিসবেনে ২১ ফেব্রুয়ারি উদযাপিত

সাঈদ চৌধুরী:

ব্রিসবেন ( অস্ট্রেলিয়া) : ব্রিসবেন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় পালন করলো ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আজ  রবিবার বেলা ১২ টায় ব্রিসবেন বাংলা স্কুল একটি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করে । এরপর এক এক করে- বিএবি, ব্রিসবেন বাংলা রেডিও, বাংলাদেশ পূজা এন্ড কালচারাল সোসাইটি, এস বি ডি কিউ ,এ বি সি, আমরা কজন – লিগেসি অব বঙ্গবন্ধু এবং বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশী ছাত্র সংগঠনসহ সকলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান  মহান ভাষা শহীদদের ।

 স্থানীয় একটি চার্চ-এর হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বরাবরের মতোই কাঠের  শহীদ মিনারটি বানিয়েছেন ব্রিসবেন বাংলা স্কুল এর বর্তমান প্রেসিডেন্ট সাঈদ চৌধুরী। পুষ্পস্তবক অর্পণ পর্ব শেষে একুশের চেতনা ও আমাদের এই মহান অর্জনের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় কজন বিশিষ্ট ব্যক্তি।

কুইন্সল্যান্ডের স্থায়ী শহীদ মিনার বাস্তবায়ন লক্ষ্যে  কাজ চালিয়ে যাওয়া প্রতিনিধিদের মাঝে থেকে ঘোষণা আসে, অচিরেই এই ব্রিসবেন শহরে আমরা পেতে যাচ্ছি একটি স্থায়ী শহীদ মিনার। ইতেমধ্যেই জায়গা নির্ধারণ ও প্রাথমিক নকশা স্থানীয় সিটি কাউন্সিল অফিসে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে, শহীদ মিনার নির্মাণে বাংলাদেশিদের এই দীর্ঘ দিনের চেষ্টা ও দাবি খুব শীঘ্রই সফল হবে। আর তা বাস্তবায়নে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন ড: রাফিউল আলম, সাঈদ চৌধুরী, মাহিউল মুর্শেদ অনু, ড:মাকসুদুর রহমানসহ আরো অনেকে।

দুপুরে শুরু হয় ব্রিসবেন বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন, ব্রিসবেন বাংলা স্কুলের শিক্ষিকা নাহিদ শবনম নিঝুম আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমডি শহীদুজ্জামান এবং শারমিন হোসাইন সুপর্ণা।

 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি” গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। তারপর ব্রিসবেন বাংলা স্কুলের ছোট্ট ছোট্ট সোনামনিরা কবিতা আবৃত্তি, নাচ, গান দিয়ে মন জয় করে উপস্থিত দর্শকদের। ২১শে ফেব্রূয়ারির এই মহান দিনে, অস্ট্রেলীয়-বাঙালি সোনামনিদের এই পরিবেশনাটি ছিল , ব্রিসবেন বাংলা স্কুলের আরো একটি সফল অনুষ্ঠান।