Home আন্তর্জাতিক নিউইয়র্কে এবার যাত্রীবাহী ট্রেনে গুলি

নিউইয়র্কে এবার যাত্রীবাহী ট্রেনে গুলি

সংগৃহীত ছবি

নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশন ও ট্রেনে ক্রমাগত সন্ত্রাসী ও বিকৃত মানসিকতার ঘটনা ঘটতে থাকায় গভর্নর ক্যাথি হকুল বড় বড় স্টেশনগুলোতে ন্যাশনাল গার্ড রেজিমেন্ট মোতায়েন করেন গত সপ্তাহেই। তারা শুধু সতর্ক দৃষ্টিই রাখছে না যাত্রীদের ওপর, র‌্যান্ডম ব্যাগও তল্লাশি চালাচ্ছে। এর ফলে কয়েকদিন স্টেশন প্লাটফর্মে তেমন উল্লেখ করার মত ঘটনা না ঘটলেও বৃহস্পতিবার বিকেলে ব্রুকলীনে চলমান ‘এ’ ট্রেনের কামরায় প্রথমে কথা কাটাকাটি, তারপর ঘুষাঘুষি এবং এর পরিণতিতে পিস্তল বের করে গুলির ঘটনা ঘটে।

গুলি দুজনের একজনের মাথায় বিদ্ধ হয়। দুই তরুণই ছিল অত্যন্ত ক্রুদ্ধ বলে জানায় ঐ কামরায় থাকা যাত্রীরা। চলন্ত ট্রেন থেকে নামার কোনো সুযোগ না থাকায় যাত্রীরা প্রচন্ডভাবে আতংকগ্রস্ত হয়ে চেঁচাতে থাকে। একজন তরুণ যখন লোডেড পিস্তল জ্যাকেটের পকেট থেকে বের করে প্রতিপক্ষের দিকে তাক করে তখন অন্য যাত্রীরা ‘স্টপ স্টপ’ বলে চেঁচাতে থাকে। কিন্তু তরুণ প্রতিপক্ষকে লক্ষ্য করে দুটি গুলি ছোঁড়ে।

এই সময় ট্রেন এসে থামে ডাউন টাউন ব্রুকলীনের একটি জনাকীর্ণ স্টেশনে। কাজ থেকে ফেরা মানুষে ভরে ছিল প্লাটফর্ম। প্লাটফর্মে টহলরত পুলিশও ছিল। তারা মাথায় গুলিবিদ্ধ তরুণকে এ্যাম্বুলেন্সে তুলে দেয়।

সঙ্গে সঙ্গে আহূত সংবাদ সম্মেলনে এমটিএ’র চেয়ারম্যান জ্যানো লাইবার বলেন, পিস্তলসহ কিভাবে একজন যাত্রী ট্রেনে চড়ল এটা বিস্ময়ের ঘটনা। যাত্রীরা বলেন, ভাবতেই পারছি না আমি যার সাথে ট্রেনের এক কামরায় বসে ঘরে ফিরছি, তার জ্যাকেটের পকেটে পিস্তল রয়েছে।

ঘটনাটি সাথে সাথে আন্তর্জাতিক খবরে পরিণত হয়। নিউইয়র্কে প্রতিদিন যাদেরকে সাবওয়ে চড়ে কাজে যেতে—আসতে হয় তাদের মধ্যে আরো বেশি আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু তাদের সামনে কোনো বিকল্প নেই।

উল্লেখ্য প্যানডেমিকউত্তর সময়ে নিউইয়র্ক সিটিতে পৃথিবীর সবচেয়ে বড় পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম সাবওয়েতে ক্রাইম বেড়ে যায়। নতুন অপরাধ প্রবণতা হলো ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষারত যাত্রীকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দিয়ে পালানো। নতুন অপরাধ হলো স্টেশনে চেলো বাজানোর সময় পিছন থেকে মেটালিক ফ্লাস্ক দিয়ে আঘাত করা। সবচেয়ে নিকৃষ্ট অপরাধ ট্রেনের কন্ডাক্টরের গলা বক্সকাটার দিয়ে কেটে ফেলা অর্থাৎ ট্রেন ছাড়ার আগে মাঝের কামরায় কর্মরত কন্ডাক্টর জানালা দিয়ে মাথা বের করে বামে—ডানে দেখার সময় আকস্মিক তার গলায় বক্সবাটার টেনে দেয়। এছাড়াও অপর ঘটনায় একজন এমটিএ ওয়ার্কারকে সাবওয়ে প্লাটফর্মে মারধর করতে দেখা গেছে।