Home শেয়ারবাজার ব্রোকার হাউসে নগদ জমা ১০ লাখ করার দাবি

ব্রোকার হাউসে নগদ জমা ১০ লাখ করার দাবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ব্রোকার হাউজে নগদ টাকা জমা দেওয়ার সীমা বাড়ানোর দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

বর্তমানে নগদে সর্বোচ্চ ৫ লাখ টাকা জমা দেওয়া যায়। এর চেয়ে বেশি অঙ্কের টাকা জমা দিতে হলে চেকের মাধ্যমে দিতে হয়। ডিবিএ নগদে জমা দেওয়ার গ্রহণযোগ্য সীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণের পথ আরও সহজ করতে  বুধবার এ সুযোগ চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে একটি চিঠি পাঠিয়েছে ডিবিএ।

চিঠিতে বলা হয়েছে, ব্রোকারেজ হাউজ তার বিনিয়োগকারীর কাছ থেকে সিকিউরিটিজ ক্রয় বাবদ এক দিনে নগদ ৫ লাখের বেশি টাকা গ্রহণ করার ক্ষেত্রে সিকিউরিটিজ আইনে নিষেধাজ্ঞাসহ শাস্তির বিধান রয়েছে। ওই বিধানটি দীর্ঘ বছর থেকে প্রচলিত হয়ে এখনো অব্যাহত রয়েছে। যা বিনিয়োগকারী ও ব্রোকারদের ব্যবসা তথা পুঁজিবাজার উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে আসছে।

আরও বলা হয়, দুই বছর আগে ব্যাংকে নগদে লেনদেনের সীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু পুঁজিবাজারে এ সীমা বাড়ানো হয়নি।