বিজনেসটুডে২৪ ডেস্ক
শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (০৫ মে) ৩৬টি কোম্পানির পৌনে ৯৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৯২৩টি শেয়ার ৯০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৬ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫৯ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকার বেক্সিমকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।
এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮৭ হাজার টাকার, আমান ফিডের ৬ লাখ ৫৫ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৩৩ লাখ টাকার, বিচ হ্যাচারির ৫ লখ ১৬ হাজার টাকার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪৯ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ২ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৪৩ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৬ লাখ ৪ হাজার টাকার, জেনেক্সের ১৭ লাখ ২ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ৭ লাখ ৫২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৫৪ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪৯ লাখ ৫০ হাজার টাকার, ম্যারিকোর ৩ কোটি ১২ লাখ ৪৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ ৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৯০ লাখ ১৫ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৫ লাখ ৩০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৬৮ লাখ ১২ হজার টাকার, ওরিয়ন ফার্মার ৩২ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪০ লাখ ১০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২ কোটি ৫ লাখ ৮৩ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৬ লাখ ৫১ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২৮ লাখ ৮৩ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬১ লাখ ২০ হাজার টাকার, সী পার্লের ১৮ লাখ ৬৯ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৮ লাখ ৪০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬২ লাখ ৮৫ হাজার টাকার, এসএস স্টিলের ২ কোটি ৪৮ লাখ ৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৯৭ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকার এবং উত্তর ব্যাংকের ১৬ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।