বিজনেসটুডে২৪ প্রতিনিধি
দিনাজপুর:বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে কোল মাইনিং কোম্পানি লিমিটেড কয়লা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে বিদ্যমান মজুদ শেষ হওয়ার আগে কয়লা উত্তোলন সম্ভব হবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১ মে কয়লাখনির ১৩১০ নং ফেইজ (কুপ) পরিত্যক্ত হওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়। তখন থেকে মজুদকৃত কয়লা দিয়েই বিদ্যুৎ উৎপাদন চলছে। কয়লা স্বল্পতার কারণে বর্তমানে তিনটির মধ্যে একটি ইউনিট চলছে।
গত ২৭ জুলাই দীর্ঘ ৮৭ দিন পর ১৩০৬ নং নতুন ফেইজ থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করে খনি কর্তৃপক্ষ। কিন্তু ৩৪ জন চীনা শ্রমিকসহ ৫২ জন শ্রমিক করোনা আক্রান্ত হলে তিনদিনের মাথায় আবারো বন্ধ হয়ে যায় কয়লা উত্তোলন। তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা মজুদ রয়েছে তা দিয়ে মধ্য আগস্ট পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা যাবে। এরমধ্যে খনিতে কয়লা উত্তোলন শুরু না হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের চলমান একমাত্র ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাই প্রস্তুতি চলছে যাতে তার আগেই কয়লা উত্তোলন করা যায়।
বড়পুকুরিয়ার কয়লা (জ্বালানি) দিয়েই এই তাপবিদ্যুৎ কেন্দ্র চলে । এর ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। বর্তমানে কমাত্র ইউনিট থেকে চাহিদা অনুযায়ী ১৮০-২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তা পুরোটাই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেয়া হচ্ছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে যৌথ প্রচেষ্টায় কয়লা উত্তোলন শুরুর প্রক্রিয়া চলছে। শিগগির বাইরের শ্রমিকদের করোনা পরীক্ষার মাধ্যমে কাজে নিয়োগ করে কয়লা উত্তোলন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।