বিজনেসটুডে২৪ সংবাদদাতা
মৌলভীবাজার: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা অনুযায়ী মহামারী কোভিভ- ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৭জুন) বিকেলে বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও জনসমাগম ঘটানোর দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ জন ব্যক্তিকে দেশ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।