Home চট্টগ্রাম বড় কোম্পানিকে সুবিধা দিতে খোলাতেল বিক্রিতে নিষেধাজ্ঞা: সুজন

বড় কোম্পানিকে সুবিধা দিতে খোলাতেল বিক্রিতে নিষেধাজ্ঞা: সুজন

খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম:  আগামী ৩১ মের পর থেকে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। আর খোলা পাম তেল বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আগামী ৩১ ডিসেম্বরের পর।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন শনিবার এক বিবৃতিতে বলেছেন যে দেশের বড় কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত । ইতোমধ্যে নামিদামি কোম্পানিগুলো তেলের সরবরাহ বন্ধ রেখেছে। যা সরকার বিরোধী চক্রান্তের সামিল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তারা। বাণিজ্য মন্ত্রণালয়কে এসব চক্রান্তকারীদের খুঁজে বরে করতে হবে নচেৎ আমরা বুঝে নিবো মন্ত্রণালয় তাদেরকে প্রশ্রয় দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করার ফলে অপ্রয়োজনীয় প্লাস্টিক বোতলের ব্যবহার বাড়বে। এতে করে প্লাস্টিক দূষণও বৃদ্ধি পাবে। সুতরাং খোলা সয়াবিন এবং পাম তেলের গুণগত মান নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি বৃদ্ধি করতে হবে।

ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় রেখে ভোজ্যতেলের মিনি প্যাক বাজারজাতকরণ ও খোলা ভোজ্যতেল বন্ধের নামে গ্রাহকদের উপর যাতে অতিরিক্ত খরচের বোঝা না চাপে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।