Home সারাদেশ জীবননগরে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু 

জীবননগরে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু 

মুতাছিন বিল্লাহ, জীবননগর(চুয়াডাঙ্গা)থেকে:  জীবননগরে আটো রাইস মিলে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে ফয়সাল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে  উপজেলার পেয়ারাতলা মিলা পাড়ার মেসার্স মা বাবা এগ্রো   মিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল পৌর সভার ৫ নং ওয়ার্ডের লক্ষীপুরে কামাল হোসেনের ছেলে।
নিহতের সহকর্মী মোঃ রাকিব হাসান বলেন, ফয়সাল সকালে খাবার খেয়ে মিলে প্রবেশ করে বয়লার বন্ধ করে অন্য কাজ শেষ আমাকে বলে প্যানেল বোর্ডটা অন কর আমি বোর্ড অন করে গরম পানি তুলতে গেলে বিকট শব্দ হলো আমাকে বলে ওদিকে দৌড় দে আর ও(ফয়সাল) এদিকে যাওয়ার সময় বয়লারটি ফেটে যায়। এতে ঘটনাস্থলে ফয়সালের মৃত্যু হয়। এ সময় মিলে আরো তিন শ্রমিক থাকলেও কেউ হতাহত হয়নি বলে তিনি জানিয়েছেন ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান,চাতালের ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে ফয়সাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  বেলা ১১টার দিকে বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে ফয়সালে মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারে পক্ষ থেকে তার মামা এ বিষয়ে একটি লিখিত দিয়েছে।  তাদের   কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে,  বয়লারে একটি সেফটি ভাল্ব থাকে, যা একটি নির্দিষ্ট চাপে বা প্রেসারে সেট করা থাকে। বয়লারের অবস্থা অনুযায়ী ওই চাপ নির্ধারণ করা হয়। প্রেসার এর চেয়ে বেশি হলে সেফটি ভাল্ব স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কথা। প্রেসার বেশি হওয়ার পরেও সেফটি ভাল্ব ওপেন না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ময়লা জমে ভাল্বটি বন্ধ হয়ে গেলেও বয়লার বিস্ফোরিত হতে পারে। অনেক সময় দেখা গেছে, বয়লারে স্বয়ংক্রিয়ভাবে কিছু কিছু জিনিস চালু হওয়ার কথা সেগুলোও ঠিকমতো চালু হয় না।

বয়লার হচ্ছে একটি বদ্ধ পাত্র, যার ভেতরে চাপের মাধ্যমে পানিকে বাষ্পে পরিণত করা হয়। সাধারণত গার্মেন্ট ফ্যাক্টরি, রঙ করার কারখানা, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রে এই বয়লার ব্যবহার করা হয়।