Home First Lead ভবানীপুরের ভোটগণনা শুরু, মমতা এগিয়ে

ভবানীপুরের ভোটগণনা শুরু, মমতা এগিয়ে

বিজনেসটুডে২৪ ডেস্ক

পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধানসভার উপনির্বাচন ভোট গণনা শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ভবানীপুরের এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে গণনা শুরু হয়। ভোট গণনাকে কেন্দ্র করে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এদিকে গণনার শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টাল ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল থেকে তিনি ৭৭৫ ভোটে এগিয়ে আছেন।

এমনিতে ভবানীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচত। মোট ৮টি ওয়ার্ডে এখানে ভোট হয়েছে। তবে ভোটের শতাংশের হার চোখে পড়ার মতো কম, যা চিন্তায় রাখছে শাসকদলকে। সাধারণ নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূলের টিকিটে শোভনদেব চট্টোপাধ্যায় ২১ হাজার ৩৭৯ ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার ভবানীপুরে ভোট পড়েছে মাত্র ৫৭.০৯ শতাংশ। মোট ভোটার আছেন ২ লক্ষ ৬ হাজার ৪৫৬।

ভোটগণনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভবানীপুরকে। গণনাকেন্দ্রের বাইরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। কলকাতা পুলিশ গোলমাল এড়াতে সবরকম ব্যবস্থা নিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভবানীপুরে লড়ছেন বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এছাড়া সিপিএমের টিকিটে রয়েছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস। মুখ্যমন্ত্রীকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলতে তাঁরাও কোমর বেঁধে প্রচারে নেমেছিলেন। আর প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, একটি ভোট খুব গুরুত্বপূর্ণ, সেটাই নির্ধারণ করবে আমি মুখ্যমন্ত্রী থাকব কিনা। এখন দেখার ভবানীপুর কার পক্ষে রায় দেয়।

ভবানীপুরে এ বার মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র জিততেই হবে।