Home দিল্লি ভাইবেশে হাজির পুরনো প্রেমিক, তারপর….

ভাইবেশে হাজির পুরনো প্রেমিক, তারপর….

নয়াদিল্লি: ভাই বেশে সদ্য বিবাহিতা প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক। বিষয়টি পরিবারের গোচরে আসার আগেই প্রেমিকাকে নিয়ে বেপাত্তা সেই প্রেমিক। এদিকে মাথায় হাত পড়েছে বরের। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ফিরোজাবাদে। অন্যদিকে, এই বিষয়টি ইতিমধ্যে নেট দুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই মজা করে বলছেন, বর এখন, ‘টুম্পা সোনার অপেক্ষায়।’

বিয়ের মাত্র দু’দিন হয়েছিল। এরই মাঝে ভাই পরিচয়ে নববধূর শ্বশুরবাড়িতে হাজির হলেন পুরোনো প্রেমিক। নববধূর ভাই বাড়িতে এসেছে জেনে আদর আপ্যায়নে কোন কমতি রাখা হয়নি বরের তরফে। কিন্তু, কে আর জানত যে এই ভাই-ই আসলে নাটের গুরু। তবে যতক্ষণে বিষয়টি সকলের নজরে আসে ততক্ষণে অবশ্য বেপাত্তা দু’জনেই।

দীর্ঘ সময় নববধূর কোনওপ্রকার খোঁজ না পাওয়ায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় শ্বশুরবাড়ির তরফে। তখন স্পষ্ট হয় ওই নববধূর কোন ভাই-ই নেই! ভাই বেশে যে গিয়েছিল সে আসলে পুরনো প্রেমিক৷ যার সঙ্গে নতুন করে সংসার পাততেই স্বামীর ঘর ছাড়ল সে।
-ইন্টারনেট