Home First Lead ভাঙার অপেক্ষায় ১৩ জাহাজ

ভাঙার অপেক্ষায় ১৩ জাহাজ

ভাঙার জন্য অপেক্ষমাণ ফোর্টল্যাংলি। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বহির্নোঙরে ১৩টি স্ক্র্যাপ জাহাজ। সীতাকুণ্ড ‍উপকূলে অবস্থিত ইয়ার্ডে নিয়ে এসব জাহাজ ভাঙা হবে।

এগুলোর মধ্যে ১২ টি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে গত দু’সপ্তাহে। জাহাজগুলো হল: ক্যাপ্টেন জর্জ, হপার ড্রেজার ফোর্ট আলেক্সান্ডার, ফোর্ট ল্যাং লি, টাগ কাম্বার, টাগ ওসেন ক্রেস্ট, স্টার অব লাক, বার্জ আউরাকি, ইউ সলি, ইউহুয়া, স্টেলার রিয়া, ক্যাপ স্টিফনি এব অর্ফিয়াস।

শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে ৫টি স্ক্র্যাপ জাহাজ কোয়ারেন্টাইনে। জাহাজগুলো বহির্নোঙরে।

দেশে লোহার খনি হিসেবে খ্যাত সীতাকুণ্ড উপকূলে প্রায় ১৮কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠা শিপ ব্রেকিং ইয়ার্ড। এগুলোর মালিক দেশের ২৫/৩০ জন ধনাঢ্য ব্যক্তি।

গড়ে প্রতিমাসে ২৫ টি জাহাজ ভাঙা হয় এখানে।

সীতাকুণ্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজ ভাঙা এলাকা।