সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর ) থেকে: নবাবগঞ্জে ভাদুরিয়ায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বুধবার জমকালো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্ট রি-ইউনিয়ন ক্লাব এই খেলার আয়োজন করে।বর্ণাঢ্য এই আয়োজনে আরও ছিল ভাদুরিয়ায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ নৃত্য। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হয়।
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় প্রফেসর কম্পিউটার রাইডার্স ও সুমী ট্রেডার্স দা সুপার জায়ান্ট । টচে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রফেসরস কম্পিউটার এর সংগ্রহ ১২২/১০ রান। পরে সুমি ট্রেডার্স ১৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায়। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয় সুমি ট্রেডার্স এর কেপ্টেন মো: সজীব।
সাবেক ও নবীন সদস্যদের মধ্যে প্রীতি ও বন্ধন সৃষ্টির লক্ষে এ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ খেলা ঘিরে জ্যেষ্ঠ ও নবীনদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। সাবেকরা যেন ২০ বছর আগে ফিরে যান! সময় ও জীবিকার তাগিদে ব্যাট-প্যাড তুলে রাখা ক্লাবের সাবেক সদস্যরা এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে নামেন। সাবলীল ব্যাট-বলের লড়াইয়ে খেলা জমিয়ে তোলেন। একপর্যায়ে নবীন-প্রবীণদের খেলা হয়ে ওঠে চরম উত্তেজনাপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন ,ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম শাহ,ক্রিয়া শিক্ষক বকুল,স্থানীয় ইউপি মেম্বার রাব্বু,যুবলীগ নেতা জামাল বাদশাসহ প্রমুখ। প্রসঙ্গত, ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্ট রি-ইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠার পর থেকে প্রায়ই খেলা ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।