Home আন্তর্জাতিক ভারতসহ ১৬ দেশে যাতায়াতে সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা

ভারতসহ ১৬ দেশে যাতায়াতে সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতসহ ১৬ দেশে যাতায়াতে সৌদি আরব তাদের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশগুলোতে আবার করোনা বাড়তে শুরু করায় এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।

ভারত ছাড়া ১৫টি দেশের মধ্যে আছে লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ, এবং ভেনিজুয়েলা।  সৌদি আরবের সরকার আরও জানিয়েছে যে, দেশে মাঙ্কিপক্সের কেস শূন্য।

পাশাপাশি, যদি কোনও সন্দেহভাজন মাঙ্কিপক্স কেসের শনাক্ত হয়, তাহলে তৎক্ষনাৎ উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

যদিও সৌদি আরবে এখন নতুন করে কোন করোনা আক্রান্ত রোগী নেই। তবে সংক্রমণ যাতে না বাড়ে তাই আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী পরিস্থিতির ওপর নজর রেখেই এই সিদ্ধান্ত।