Home Third Lead ভারতের পর্যটক ভিসা প্রসঙ্গে যা জানা গেল

ভারতের পর্যটক ভিসা প্রসঙ্গে যা জানা গেল

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের পর্যটক ভিসা এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে শুধু যাদের জরুরি প্রয়োজন, তাদের ভিসা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, আমাদের জনবল কম, তাই ভিসার বিষয়টি স্বাভাবিক করা যাচ্ছে না। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে তখন এটি শুরু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, বর্তমানে জরুরি মেডিকেল এবং শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা ভারতে গিয়ে তৃতীয় দেশের ভিসার আবেদন করছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা চাই না, এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক। সেজন্য যতটা সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। এছাড়া ফরেন অফিস কনসালটেশন (এফওসি) নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।