Home চা শিল্প ভারতের চা রপ্তানি কমে গেছে

ভারতের চা রপ্তানি কমে গেছে

ছবি সংগৃহীত

তালিবানের দখলের পর আফগানিস্তানেও রপ্তানি বন্ধ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারত থেকে বিভিন্ন দেশে চা রপ্তানি কমে গেছে। তালিবানের আফগানিস্তান দখলের পর সেখানেই বন্ধ হয়ে গেছে চা রপ্তানি।

গত ক’মাস ধরে এমনিতেই ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে চা রপ্তানির পরিমাণ কমছে। ফলে তাদের স্থানীয় বাজারে জমতে শুরু করেছে অতিরিক্ত চা। অথচ তা কেনার মতো চাহিদা তৈরি হয়নি। ফলে ঘরোয়া বাজারে চায়ের দাম কমতে শুরু করেছে। শিলিগুড়ি চা নিলাম কেন্দ্রে ১৪ অগস্টের নিলামে চা পাতার দর ছিল কেজিতে ১৬৯ টাকা। যা গত ছ’মাসে সব থেকে কম। গত বছর এই সময়ে শিলিগুড়ি নিলাম কেন্দ্রেই চায়ের দাম ছিল কেজি প্রতি ২৪৭ টাকা। এতেই উদ্বিগ্ন সংশ্লিষ্ট সব মহল।

‘কড়া’ সিটিসি চায়ের প্রচুর চাহিদা আফগানিস্তানে। সেখানে বহু বছর ধরে চা যাচ্ছে পশ্চিমবঙ্গের ডুয়ার্স থেকে। এখন তা বন্ধ। তালিবান ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবে, তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তবে বাণিজ্য বন্ধ হওয়ার ধাক্কা লাগতে শুরু করেছে ভারতের সিটিসি চায়ের বাজারে।

করোনার আগের বছর ভারত থেকে আফগানিস্তানে ২১৭ লক্ষ কেজি চা পাতা গিয়েছিল। ব্যবসা হয়েছিল প্রায় ২৭ কোটি টাকার। সাম্প্রতিক সময়ের মধ্যে যা রেকর্ড। কিন্তু কোভিডের আবহে রপ্তানি কমতে থাকে। এ বারে তালিবানের প্রভাব যত বেড়েছে, চা রপ্তানিও ততই কমেছে। চা পর্ষদের হিসেব অনুযায়ী, সদ্য শেষ হওয়া অর্থবর্ষে আফগানিস্তানে মাত্র ৭৬ লক্ষ কেজি চা পাতা গিয়েছে।