বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারত পেঁয়াজ রপ্তানি করবে, তবে স্থলপথে নয়। চেন্নাই সমুদ্র বন্দর দিয়ে আনতে হবে।
জানা যায়, ভারত সরকার ২০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে। আগামী বছর ৩১ মার্চের মধ্যে রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করার শর্তে তাদের বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে।
তবে, স্থল বন্দরের পরিবর্তে তামিলনাড়ুর চেন্নাই বন্দর হয়ে সমুদ্র পথে আমদানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা তেমন লাভবান হবেন না। তাই এভাবে আমদানিতে আগ্রহী হবেন না বলে ব্যবসা সংশ্লিষ্টরা মনে করেন।