Home First Lead ভারতের পেঁয়াজ রপ্তানি শুরু হচ্ছে

ভারতের পেঁয়াজ রপ্তানি শুরু হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিনাজপুর: ভারত পেঁয়াজ রপ্তানি আবার শুরু করবে। সেই লক্ষ্যে তাদের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়  ১৪ সেপ্টেম্বরের আগে খোলা ঋণপত্র ( এলসি ) সমূহ জমা নিয়েছে। বাংলাদেশ থেকে পাঠানো এ ধরনের এলসি’র সংখ্যা  প্রায় ২৫ হাজার হতে পারে।

স্থানীয় বাজারে সংকট ও মূল্যবৃদ্ধি কারণ দেখিয়ে ভারত গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।

ভারতের আদালতে সম্প্রতি পেঁয়াজ রপ্তানির বিষয়ে করা একটি রিটের প্রেক্ষিতে গত বুধবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত বাণিজ্য মহাপরিচালক বিজয় কুমার স্বাক্ষরিত একটি নির্দেশনা পেশ করা হয়। নির্দেশনায় পেঁয়াজ রপ্তানির জন্য সব এলসির কপি ভারতের আঞ্চলিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়। সে অনুসারে জমা দেয়া হয়েছে।

আগামী ৭ অক্টোবর এ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে এবং আশা করা যাচ্ছে, কিছু পেঁয়াজ রপ্তানির বিষয়ে অনুমোদন আসতে পারে।

হিলির আমদানিকারক মোবারক হোসেন ও মোজাম হোসেন জানান, ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা তাদেরকে আশ্বস্ত করেছেন শিগগির রপ্তানি শুরুর বিষয়ে। হিলি থেকে প্রায় ৫ হাজার এলসি পাঠানো হয়েছে বলে জানালেন তারা।