ঢাকা: ভারত সরকারের উপহার পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন বৃহস্পতিবার বিকেলের মধ্যে ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দর থেকে গ্রহণের পর ‘কুল চেইন’ মেনে ভ্যাকসিন স্টোরে পৌঁছে দেবে সিএমএসডি কর্তৃপক্ষ।
ভ্যাকসিনের শুল্কমুক্তি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সিএমএসডি।ভ্যাকসিন সংরক্ষণে ইপিআই হেডকোয়ার্টারসহ ঢাকার ৩টি সংরক্ষণাগার প্রস্তুত রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এই ভ্যাকসিন দিয়েই দেশে টিকা কার্যকম শুরু হবে।
সরকারের ‘সেন্ট্রাল মেডিকেল ডিপ্টামেন্টাল স্টোর-সিএমএসডি’র পরিচালক আবু হেনা মোর্শেদ জামান বলেন, সিএমএসডির তত্ত্বাবধানে এই ২০ লাখ ভ্যাকসিন রাখা হবে। এরপর সাপ্লাই করার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের।
-বিজনেসটুডে২৪ ডেস্ক