Home আন্তর্জাতিক ভারতে আরও একটি বন্দর: ২৫হাজার টিইইউসের জাহাজ ভিড়বে

ভারতে আরও একটি বন্দর: ২৫হাজার টিইইউসের জাহাজ ভিড়বে

জহরলাল নেহেরু বন্দর। ছবি: সংগৃহীত

দিল্লি: ভারতে আরও একটি বড় বন্দর হচ্ছে। সেখানে প্রায় ২৫ হাজার টিইইউস কন্টেইনার নিয়ে জাহাজ ভিড়তে পারবে।

নতুন এই বন্দরটি হবে মহারাষ্ট্রে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫৮৮ কোটি রুপি। জহরলাল নেহেরু বন্দরের আওতায় তা তৈরি হবে ।

সরকার নীতিগত অনুমোদন দিয়েছে বন্দর নির্মাণের বিষয়টিতে। এখানে জহরলাল নেহেরু বন্দরের মালিকানা থাকবে ৫০ শতাংশ। তারা অবকাঠামো তৈরি করে দেবে। ভূমি উদ্ধার, ব্রেকওয়াটার নির্মাণ, সংযোগ সড়ক গড়ে তোলা ইত্যাদি কাজ করে দেবে জহরলাল নেহেরু বন্দর কর্তৃপক্ষ।

বন্দরটির যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে পিপিপিতে।

জহরলাল ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর। বিশ্বে এই বন্দরের অবস্থান ২৮ তম। হ্যান্ডলিং হয়

৫.১ মিলিয়ন টিইইউস। নির্মিয়মান চতুর্থ টার্মিনালের কাজ শেষে হ্যান্ডলিং ক্ষমতা হবে ১০ মিলিয়ন টিইইউস ২০২৩ সালে। তখন এটার অবস্থান হবে বিশ্বে ১৭তম। জহরলাল মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তেলেঙ্গানা, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং উত্তর প্রদেশের আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিং করে। এখানে ড্রাফট ১৫ মিটার। প্রস্তাবিত নতুন বন্দরটির ড্রাফট হবে ১৮ মিটার থেকে ২০ মিটার।

বিজনেসটুডে২৪ ডেস্ক