Home আকাশপথ ভারতে চিনাদের ভিসা বাতিল, দিল্লি-হংকং এয়ার ইন্ডিয়ার উড়ান বন্ধ হচ্ছে

ভারতে চিনাদের ভিসা বাতিল, দিল্লি-হংকং এয়ার ইন্ডিয়ার উড়ান বন্ধ হচ্ছে

ছবি: সংগৃহীত

দিল্লি: করোনাভাইরাস আতংকে চিনাদের ভিসা বাতিল করল ভারত। দু’সপ্তাহের মধ্যে অন্যদেশের কেউ চিনে গেছেন এমন কারও ভারতের বৈধ ভিসা থাকলে তাও বাতিল হবে।

করোনাভাইরাস রুখতে এ ব্যবস্থা নিয়েছে ভারত।

দিল্লিা, কলকাতা, মুম্বাই, কোচিন, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমান বন্দরের নির্দিষ্ট কিছু গেটে অ্যারোব্রিজ ব্যবহার করে চিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আগেই এসব বিমান বন্দরে থার্মাল স্ত্রিনিংয়ের ব্যবস্থা আগেই করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া ৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ করছে দিল্লি-হংকং উড়ান চলাচল। ইন্ডিগো কাল বৃহস্পতিবার থেকে কলকাতা-গুয়াংজু উড়ান পরিষেবা বন্ধ করে দিচ্ছে।

বিজনেসটুডে২৪ ডেস্ক